মুহূর্তের মধ্যে মন ভালো করতে এবং সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় রাখতে সুগন্ধীর তুলনা হয় না। সঙ্গীকে আকর্ষণ করতে সুগন্ধী দারুণ কাজে দেয়। কিছু সিক্রেট ফর্মুলা রয়েছে যা সুগন্ধীকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে। শরীরে এমন কিছু পালস পয়েন্ট রয়েছে যেখানে সুগন্ধী লাগালে তা অনেক বেশি স্থায়ী হয়। আবার কিছু সুগন্ধী রয়েছে যেগুলো যৌন উত্তেজনাকে বাড়িয়ে দেয়।
শরীরের কোথায় লাগাবেন সুগন্ধী?
কনুই: কনুই এমন একটি অংশ যেখানে কেউ পারফিউম লাগান না। এই জায়গায় পারফিউম লাগালে আশেপাশের মানুষের মধ্যে সুগন্ধই ছড়াবে না আপনি নিজেও ফ্রেশ অনুভূতি পাবেন।
গলা ও ঘাড়: গলা ও ঘাড় শরীরের এমনই একটি অংশ যেখানে পারফিউম লাগানোর চল দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশেষত কাপলরা এই জায়গায় সুগন্ধী লাগাতে পছন্দ করেন।
হাতের কব্জি: হাতের কব্জিতে পারফিউম লাগালে তা অনেক্ষণ থাকে। পারফিউম লাগানোর পর তা কিছুক্ষণ শুকোতে দিন। তার আগে ভালো করে জায়গাটিতে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
বুকের ওপরের অংশ: বুকের ওপরের অংশে অনেকেই পারফিউম লাগাতে পছন্দ করেন। আপনার সঙ্গীও সুবাস অনুভব করবেন, যা আপনার ব্যক্তিত্বকে আরও বেশি করে প্রকাশ করবে।
জামাকাপড়: শরীরের সমস্ত অংশে পারফিউম লাগালেও জামাকাপড়ে লাগেতে ভুলবেন না। আপনার পোশাকে সুগন্ধী না লাগালে কিন্তু পুরো প্রচেষ্টাই ব্যর্থ হবে।
কোন সুগন্ধী ব্যবহার করবেন?
ল্যাভেন্ডার: ল্যাভেন্ডারের মিষ্টি গন্ধও যৌন উত্তেজনাকে বাড়িয়ে দেয়। যারা ল্যাভেন্ডার পছন্দ করেন তারা অবশ্যই মিলনের আগে ব্যবহার করুন।
চন্দন: চন্দনের গন্ধ যৌনতার ইচ্ছাটাকে অনেকগুণ বাড়িয়ে দেয়। তাই মিলনের আগে চন্দনের গন্ধে নিজেকে মাতিয়ে নিতে পারেন। যাতে খুব সহজেই আপনার সঙ্গী আকর্ষিত হতে পারে। গায়ে যে মাখতে হবে তেমনটাই নয়, ঘরেরও চন্দনের রুম স্প্রেও ব্যবহার করতে পারেন।
জুঁই: জুঁই-এর গন্ধ ভালো লাগে না এমন ব্যক্তিত্ব হাতে গোনা। জুঁই ফুলের গন্ধতে যৌনতার ইচ্ছা অনেকটাই বেড়ে যায়। তাই আপনার পছন্দ হলে অনায়াসেই এটা ট্রাই করতে পারেন।
কোকো: কোকোর গন্ধটাই ভীষণ বোল্ড। যৌনশক্তিতে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলতে অবশ্যই ট্রাই করুন এটি।
পেপারমিন্ট: পেপারমিন্টের ফ্রেশ গন্ধ পুরো পরিবেশটাকেই সতেজ করে দেয়। তাই চাইলে এটিও ব্যবহার করতে পারেন। নিজেকে এবং সঙ্গীকে সতেজে রাখতে এর জুড়ি মেলা ভার।
কস্তুরী: আদি কাল থেকেই সুগন্ধীর সঙ্গে যৌনমিলনের যোগ রয়েছে। কস্তুরীর গন্ধেও মিলনের পরিবেশ আরও গাঢ় হয়। এটিও ট্রাই করতে পারেন।
লেবু: লেবু জাতীয় কোনও গন্ধ যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে সেটাও ট্রাই করতে পারেন। লেবুর মধ্যে থাকা ফ্রেশ গন্ধ যৌন চাহিদা বাড়িয়ে তুলতে সাহায্য করে।