আজকের রাশিফলঃ আজ ২৩ জুলাই ২০২৩, রোববার

আজ ২৩ জুলাই ২০২৩, রোববার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নিয়ন্ত্রক কিন্তু আপনি নিজেই।

মেষ: ২১ মার্চ-২০ এপ্রিল
আজ শরীর ভালো থাকবে। কোনো বন্ধুর পরামর্শে ব্যবসায়িক লাভ হবে। নতুন প্রেম আসতে পারে। বাড়ির কাজকর্ম ক্লান্তিকর লাগবে। অবসর সময়ে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন।

বৃষ: ২১ এপ্রিল-২০ মে
সাময়িক উত্তেজনা আপনার শরীর এবং মন উভয়ই খারাপ করতে পারে। এই মানসিক চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। কথাবার্তায় সংযত হন। অন্যথায় সমস্যায় পড়তে পারেন।

মিথুন: ২১ মে-২০ জুন
আজ ব্যবসার ব্যাপারে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পরিবার এবং বন্ধুদের থেকে উৎসাহ পাবেন। কাউকে আর্থিক সাহায্য করতে পারেন আজ। ভবিষ্যৎ পরিকল্পনাগুলি নিয়ে আজ নতুন করে আলোচনা করুন।

কর্কট: ২১ জুন-২১ জুলাই
ব্যবসায় আজ বিপুল পরিমাণ লাভ হতে পারে। ব্যবসায়িক বৃদ্ধিও হবে আশানুরূপ। কর্মসূত্রে একজন অসাধারণ মানুষের সাথে পরিচয় হবে। সকলের কথা গুরুত্ব সহকারে শুনুন। দাম্পত্য জীবন মনোরম হবে।

সিংহ: ২২ জুলাই-২১ আগস্ট
স্বাস্থ্যকে অবহেলা করবেন না। বন্ধুদের সঙ্গে একটি সামাজিক জমায়েতে প্রচুর অর্থ ব্যয় আপনার সঞ্চয় কমিয়ে দেবে। তবে আর্থিক অবস্থা ভালোই থাকবে। অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন।

কন্যা: ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। কোনো অবস্থাতেই ঋণ নেবেন না। স্ত্রীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। জীবনযাত্রায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সাফল্য এনে দেবে। ব্যবসায়িক ভ্রমণ লাভজনক হবে।

তুলা: ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কর্মক্ষেত্রে আজ চাপ বেশি থাকবে। আত্মীয় বা কাছের মানুষের সাথে যারা ব্যবসা পরিচালনা করেন তারা আর্থিক ব্যাপারে সাবধান হন। ব্যবসায় সমস্যা হতে পারে। ব্যবসার কথা স্ত্রীর সাথে আলোচনা না করাই ভালো।

বৃশ্চিক: ২৩ অক্টোবর-২১ নভেম্বর
আজ আর্থিক দিকে উন্নতি অনেকগুলি দেনা থেকে আপনাকে মুক্ত করবে। মানসিক চাপ কাটাতে কিছু সময় বাচ্চাদের সাথে কাটান। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুণী ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন।

ধনু: ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
পরিবারের উপর অধিকার ফলানোর চেষ্টা করবেন না। এই নিয়ে সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। কাজ থেকে সময় বের করে প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যান।

মকর: ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
খাওয়া দাওয়ার ব্যাপারে নিয়ম মেনে চলুন। না হলে শারীরিক সমস্যায় পড়তে পারেন যা মানসিক চাপ বাড়াবে। কর্মক্ষেত্রের গোপনীয় তথ্য বাড়িতে আলোচনা করবেন না। প্রতিষ্ঠিত এবং দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের থেকে পরামর্শ নিন।

কুম্ভ: ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
আজ অবসর যাপনে শরীর এবং মন শান্ত হবে। পুরানো ধার শোধ হওয়ার কিছু টাকা হাতে আসবে। অংশীদারি কাজে আজ সমস্যায় পড়তে পারেন। সুযোগ সন্ধানী ব্যক্তিদের থেকে সাবধান থাকুন।

মীন: ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কাজের ক্ষেত্রে ব্যস্ততা থাকবে। আপনার কাজের প্রশংসা পাবেন। শরীর ভালো থাকবে। বাড়ির জিনিস সারাতে গিয়ে বাড়তি কিছু টাকা খরচ হতে পারে। ব্যবসা বাড়ানোর ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন।

Realted Tag:

Marketa Vondrousova Wimbledon Shoe Brush Body Pillows Pillow Cubes Purple Pillow Sanitation Towel Superfeet Insole The Woman king Showtimes Top Women Boxers in the World