মিঠাই হয়েই পর্দায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন সৌমিতৃষা কুন্ডু। আড়াই বছর পর শেষ হল সেই যাত্রা। শনিবার সেই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে। তার আগে আড়াই বছরের স্মৃতি ফিরে দেখলেন অভিনেত্রী।
‘তোমাদের ভালোবাসায় মনোহরা পরিবারের সবাই বেঁচে থাকব আজীবন! জয় গোপাল!’, মিঠাই শেষে লিখেছেন সৌমিতৃষা।
আড়াই বছরের স্মৃতি তুলে ধরলেন সৌমিতৃষা।
শেষবেলায় নস্টালজিক হয়ে যায় মিঠাই তথা সৌমিতৃষা সহ গোটা টিম। সকলেরই চোখে জল।
সদ্য শেষ হয়েছে ধারাবাহিক। গল্পের শেষ হল হাতে হাত রেখে মিঠাই আর তার উচ্ছেবাবুর পিঠে-পাটিসাপটা বানানো দিয়ে।
শেষ এপিসোডে দেখা যায়, মিষ্টির প্রেমেই পড়ে গেছেন উচ্ছেবাবু তথা আদৃত।
মিঠাইয়ের গান গেয়েই মিষ্টিমুখে ধারাবাহিক শেষ হল।
শেষদিন শ্যুটিংয়ে সকলে মিলে কেক কাটে টিম মিঠাই।
অনুরাগীরা এসেছিলেন তাঁদের সঙ্গে কথা বলতে। সকলের সঙ্গে ছবি তোলেন, সই বিলোন সৌমিতৃষা।
অভিনেত্রী বলেন, ‘শুধু মানুষ নয়, আমি তো আমার মেকআপরুমের দেওয়ালগুলোকেও মিস করছি।’