



আজ ১৮ মার্চ ২০২৩, শনিবার, আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।




মেষ: লোকজনকে বিশ্বাস করার ক্ষেত্রে এ দিনটা শুভ নয়। নিজের দক্ষতার উপর ভরসা রেখে এগিয়ে চলাই শ্রেয়। পরিবারের জন্য কাজ করলেও কোন বাহবা আশা করা বৃথা। শরীরের যত্ন নিন, ত্বক ও রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কারোর সাথে তর্কের জন্য চাকরী যেতে পারে,তাই সাবধান। প্রেম-বিষয়ে যত্নবান হোন। বিনিয়োগের চেষ্টা না করাই ভালো।




বৃষ: দিন খুব ভালো যাবে। পরিবার ও প্রিয়জনের সাথে সম্পর্কে শুভ যোগ; কর্মক্ষেত্রে সম্মান লাভ। প্রাপ্তির কারণে অহংকারী হওয়া কাম্য নয়। ছোট-খাটো সমস্যা ছাড়া শরীর এ বছর ভালোই থাকবে। প্রেমিক বা প্রেমিকাকে কখনো কষ্ট দিলেও নিজেই অভিমান ভাঙ্গিয়ে নেবেন। অফিসে বছরের শেষে প্রোমোশনের সুযোগ।
মিথুন: এ দিন আপনি নিজের জীবন নিজে হাতে গড়তে চলেছেন। প্রেম ও কেরিয়ারে সাফল্য, পারিবারিক সমস্যা হতে পারে। রোজগার বাড়বে তবে বিনিয়োগের চেষ্টা না করা ভালো। কেরিয়ারে মনযোগ দিন।প্রেমের সম্পর্কে উন্নতি হবে। ছাত্রছাত্রীরা পড়াশুনোয় মনযোগী হেয় উঠবেন।




কর্কট: এ দিন কিছু চিত্তার্কষক ঘটনা অপেক্ষা করছে আপনার জন্য।নিজের হ্যাপি গো লাকি ইমেজ ছেড়ে কিছু গম্ভীর পরিস্থিতির মোকাবিলা করবেন।যদিও বছরের শুরুতে কিছু সমস্যা হবে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।শরীরের বিশেষ যত্ন নিন।উন্নাসিক স্বভাবের জন্য প্রেমে বিচ্ছেদ হতে পারে, তবে সাবধানে চললে সম্পর্ক বিয়ে অবধি এগোতে পারে।
সিংহ: এ দিনটা আপনার জীবনকে বিশেষভাবে প্রভাবিত করবে৷এমন পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে যা থেকে আপনি অসন্তুষ্ট হতে পারেন; কিন্ত ভরসা হারালে চলবে না৷ শরীরের প্রতি যত্নবান হোন৷ পরিবার ও প্রেম সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন৷ কেরিয়ারে কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষঞ্জদের মতামত নিন৷ কোন বারতি ঝুঁকি নেবেন না৷ বিনিয়োগের আগে শর্ত বুঝে নিন৷ ছাত্রছাত্রীরা পরিশ্রম করলে ভালো ফল পাবে৷




কন্যা: এ দিন বেশিরভাগ সময়টাই কাটবে পরিবার, প্রিয়জন এবং ধামির্ক কাজের মধ্য দিয়ে৷ একটা লম্বা ছুটি কাটাতে পারেন পরিবারের সাথে; যা সম্পর্কে দৃঢ.তা আনবে৷ শরীর-স্বাস্থ্য ভালো থাকবে৷ অর্থ, কর্ম, শিক্ষায় মিশ্র ফল৷ কর্মক্ষেত্রে বিশেষ কদর পাবেন৷ অর্থ বিনিয়োগের বিষয়ে যত্নবান হন৷ ব্যবসা সূত্রে দূর ভ্রমণ৷
তুলা: যে কাজেই হাত দেবেন সাফল্য আসবে৷ ব্যবসায় বা আথির্ক ক্ষেত্রে উন্নতি, রোজগার বৃদ্ধি যা থেকে সঞ্চয় বাড়বে৷ নিজের দক্ষতার উপর আস্থা রাখুন তবে অতি আত্মবিশ্বাসী হওয়া এড়িয়ে চলুন৷ বিনিয়োগের ভাল সময় এ বছর৷ছাত্রছাত্রীরা এ বছর উচ্চিশক্ষার জন্য পরিকল্পনা করতে পার৷ প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে; পারিবারিক সম্পর্কে উন্নতি এবং মানসিক শান্তি লাভ৷.




বৃশ্চিক: যে কোন ঘটনার মৌলিক দিকটা দেখার চেস্টা করুন৷ পারিবারিক ও প্রেমের সম্পর্কে শুভ যোগ করেছে, ছোট-খাটো ঝগড়া এড়িয়ে চলুন; প্রেমের সম্পর্কে উন্নতি হবে৷ ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন৷ তবে এ ক্ষেত্রে বেশি ঝুঁকি না নেওয়াই ভালো, তাতে ক্ষতির সম্ভাবনা৷এ বছরে আপনি খুব ভালো সময়ের মধ্য দিয়ে যাবেন৷
ধনু: কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালো করে বিচার করুন৷ যেহেতু এই দিনটা আপনার জন্য শুভ নয়, বড় কোন আথির্ক বিনিয়োগ না করাই ভালো৷ আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন, তাই সাবধান৷অফিসে কাজের চাপ, বাড়িতে সাংসারিক দায়িত্ব-এই নিয়ে ব্যস্ততায় কাটবে এ বছর৷ অন্যায় না করেও দোষের ভাগীদার হতে পারেন৷




মকর: একাধিক সমস্যার মোকাবিলা করতে হবে তাই প্রস্তুত থাকুন৷ পারিবারিক ও প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সাবধান৷ বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা৷ কর্মক্ষেত্রে সমস্যা হবে৷ এ দিনটা বেশ চড়াই উতরাই এর মধ্য দিয়ে যাবে৷ভালো সময় উপভোগ করলেও স্বার্থকতা পাবেন না৷
কুম্ভ: পরিবার, প্রেম, কেরিয়ার, অর্থ বিষয়ে শুভ যোগ তবে স্বাস্হের দিকে নজর দিতে হবে৷পরিবার ও প্রেমে সুখবর অপেক্ষা করছে; যারা অবিবাহিত তাদের বিবাহ যোগ রয়েছে, যারা বিবাহিত তাদের সন্তান যোগ৷ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন৷




মীন: পরিবার, প্রেম, কেরিয়ার, স্বাস্থ্য, অর্থ বিষয়ে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে, না হলে সমস্যার সম্ভাবনা৷রোজগার বাড়বে, তাই সঞ্চয়ের সম্ভাবনা৷স্বাস্থ্য নিয়ে সচেতন হন৷ছাত্রদের ক্ষেত্রে পড়াশুনা সংক্রান্ত বিষয় নির্বাচনের ভালো সময়৷ এ দিনটা বেশ চড়াই উতরাই এর মধ্য দিয়ে যাবে৷ভালো সময় উপভোগ করলেও সার্থকতা পাবেন না৷



