বাড়ির অন্যান্য সদস্যদের খেয়াল রাখলেও মহিলারা নিজেদের দিকে মন দেন না। দিনের পর দিন এই সমস্যাগুলোকে মামুলি বলে পাত্তা না দিয়েই থাকেন। আর পরবর্তী সময়ে তা বেড়ে গেলেও অন্যের সামনে বলতে কুন্ঠাবোধ করেন।
যতই আমরা নারীদের সুরক্ষা নিয়ে কথা বলি না কেন মেয়েমানুষদের প্রাণ গেলেও মুখটি ফোটে না। সে শারীরিক কষ্টই হোক কিংবা মানসিক! আর বাঙালি মহিলারাতো ইমেজের সঙ্গে পরিচিত। সেখানে দেওয়া আছে যে শারীরিক সমস্যা নিয়ে মাথা ঘামানো নাকি সাজে না। তাই ছোটবেলা থেকেই মেয়েলি সমস্যাগুলো লুকিয়ে রাখতেই সে শেখে। ছোটখাটো নানা সমস্যা লুকিয়ে না রেখে মুখ ফুটে বলে তা মিটিয়ে ফেলাই শ্রেয়। বিশেষ করে এখানে ৪টি সমস্যার কথা বলা হয়েছে যা কখনও লুকিয়ে রাখবেন না, আখেরে বিপদ কিন্ত আপনারই।
পিরিয়ড নিয়ে নানা সমস্যা
পিরিয়ড নিয়ে এখনও ট্যাবু সমাজে। পিরিয়ড-সংক্রান্ত কোনও সমস্যা খোলাখুলি আলোচনা করা যাবে না কেন বলতে পারেন? প্রতিটি মহিলাদের পিরিয়ড নিয়ে আলাদা-আলাদা সমস্যা থাকতে পারে। এই সমস্যা পরে গিয়ে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ওভারির-সহ আরও নানা রকমের সমস্যা এমনকি ইউটেরাসের সমস্যাও দিকে যেতে নিতে পারে। তাই পিরিয়ড নিয়ে যদি কোনও সমস্যা হয় তাহলে অবশ্যই জানান। চিকিৎসকের সঙ্গে কথা বলুন। এই নারী দিবসে সংসার নয়, নিজের কথা নিজেই বলুন।
ভ্যাজাইনাল সমস্যা
ভ্যাজাইনা শব্দটি উচ্চারণ করাই যেন পাপ! সব সমস্যআ নিয়ে আলোচনা, সেমিনার হয় কিন্তু ভ্যাজাইনাল ডিসকমফর্ট নিয়ে কিছু হয় না! হোয়াইট ডিসচার্জ, যোনিদেশে কোনও সমস্যা কিংবা জ্বালা হলেও মুখ বুজে থাকে মেয়ের। নিজিদের মতো করেই সমস্যা মেটাবার চেষ্টা করে। আর এর হাত ধরে সার্ভাইক্যাল ক্যানসারের প্রবণতা বেড়ে চলছে। বাড়ছে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনও। তাই মুখ বুজে থাকবেন না!
ইন্টারকোর্স নিয়ে নানা প্রশ্ন
এটা নিয়ে আমাদের দেশের মহিলারা সবচেয়ে বেশি লজ্জা পান। ভুলেই যাই ইন্টারকোর্সও অতি স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া। আমাদের সমাজে অর্গাজম সম্বন্ধে সঠিক কোনও ধারণা নেই। তা-ও আমরা জানার চেষ্টাও করি না। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কী? কী ভাবে এর হাত বাঁচতে হয়, এই সব অজানাই থেকে যায় আমাদের দেশের মেয়েদের মধ্যে।
ছোটখাটো সমস্যায় পিছনে লুকিয়ে থাকে বড় কারণ
হঠাৎ করে সাদা স্রাবের রঙে যদি কোনও পরিবর্তন, কিংবা পিরিয়ডের সময় বেশি রক্তপাত বা খুব ব্রণ হলে সাধারণ মনে হলেও এগুলোর পিছনে লুকিয়ে থাকে বড় সমস্যা। আর এগুলো এড়িয়ে গিয়ে আরও বড় বিপদ ডেকে আনে। তাই আর দেরি নয়, প্লিজ এই সমস্যাগুলো সামনে আনুন। নইলে আখেরে ক্ষতি আপনারই।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের সঙ্গে পারমর্শ করে নিন।
Realted Tag:
Marketa Vondrousova Wimbledon Shoe Brush Body Pillows Pillow Cubes Purple Pillow Sanitation Towel Superfeet Insole The Woman king Showtimes Top Women Boxers in the World Electric toothbrush charger Artificial Grass for Dogs Flare Leggings 4K Laptops