স্বামীর পরকীয়া প্রেমের কথা আমি জেনে গিয়েছি, এখন ও সম্পর্কটা বাঁচাতে চাইছে, কী করব?

Relationship Tips: প্রশ্ন: প্রত্যেক সম্পর্কের ভিত তৈরি হয় বিশ্বাস ও ভালোবাসা দিয়ে। এই বিশ্বাসের ভিতটাই যদি দুর্বল হয়ে যায়, তবে সেই সম্পর্কের অস্তিত্ব থাকে কি? আজ আমার ঠিক সেরকমই লাগে। অনেক আশা ও স্বপ্ন নিয়ে আমি সংসার শুরু করেছিলাম। স্বামীর উপর অনেক ভরসা ছিল। কিন্তু যতদিন গেল, ততই যেন সব ওলটপালট হতে শুরু করল। আমি নিজেও বুঝতে পারলাম না ঠিক কী করা উচিত।

একদিন যখন আমার সাজানো সংসারে তীব্র ঝড় এসে আছড়ে পড়ল, আমার চারদিকটা যেন অন্ধকার হয়ে গেল। আমি জানতে পারলাম, আমার স্বামী পরকীয়া করছে, তারপর? সেই কথা আজ বিশেষজ্ঞের কাছে লিখে পাঠাচ্ছি। এক এক করে সব বলছি।

একদিন শুনলাম…
আমাদের বিবাহিত জীবনে কোনও সমস্যা ছিল না। খুব সুখেই ছিলাম আমরা। মানে আমি মনে করতাম, আমার ও স্বামীর মধ্য়ে কোনও সমস্যা নেই। বুঝতে পারিনি সম্পর্কের ভিতর ভিতর এমন ঘুণ ধরে গিয়েছে। একদিন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল।

আমি জানতে পারলাম, আমাকে লুকিয়ে দিনের পর দিন অন্যের সঙ্গে প্রেম করছে। আমি একদম এই বিষয়ে জানতাম না। যখন জানলাম, আমি নিজেকে সামলাতে পারিনি। খুব কেঁদেছিলাম। সম্পর্কটা মিথ্যে হয়ে গেল।

স্বামী সব ঠিক করতে চাইছে
তবে এরপর থেকেই আমার স্বামীর আচরণ বদলে যেতে শুরু করে। এখন ও সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছে। সব স্বাভাবিক করতে চাইছে। আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে। ডিনারের আয়োজন করছে। সময় বের করে কথা বলছে। আমি সবটাই দেখতে পাচ্ছি।

কিন্তু আমার এসব ভালো লাগছে না। মনে হচ্ছে, সব যেন জোর করে করছে। আমি কি বেশি ভাবছি? অনুগ্রহ করে আমায় পথ দেখান। বিশেষজ্ঞ সাহায্য করুন।

বিশেষজ্ঞের পরামর্শ

পরামর্শ দিচ্ছেন চিকিৎসক রচনা খান্না সিং। হতে পারে, আপনি হয়তো বেশি ভাবছেন। আপনার স্বামী হয়তো সত্যিই সম্পর্কটি ঠিক করার চেষ্টা করছেন। তার জন্যে যথেষ্ট পরিশ্রমও করছেন। এফর্ট দিচ্ছেন।

কিন্তু আপনার স্বামী যদি আপনাকে ঠকান এবং তারপরেই সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করেন তবে এই কথাও মনে করতে পারেন যে, তিনি হয়তো অপরাধবোধে ভুগছেন। আপনাকে খুশি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মনে ভরসা রাখুন

যাই হোক, সত্য়িই যদি তিনি এফর্ট দেন এবং সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করেন তাহলে এই কথা ধরে নিতেই পারেন যে, তিনি এবার নিজের ভুল বুঝতে পেরেছেন। আপনাকে ভালো রাখার চেষ্টা করছেন। তিনি সৎ। কয়েক সপ্তাহে তাঁর ব্যবহারের উপর কাছ থেকে নজর রাখুন।

যদি মনে হয় তিনি এসব জোর করে করছেন, তবে সেই কথাও আপনি বুঝতে পারবেন।

উপর উপর সব কিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন তিনি, নিজের দোষ নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন! যদি নিজে থেকে বুঝতে না পারেন, তবে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। তাঁর সঙ্গে কথা বলুন। তিনি আপনাকে সঠিক পথ দেখাতে পারেন।

Realted Tag:

Marketa Vondrousova Wimbledon Shoe Brush Body Pillows Pillow Cubes Purple Pillow Sanitation Towel Superfeet Insole The Woman king Showtimes Top Women Boxers in the World Electric toothbrush charger Artificial Grass for Dogs Flare Leggings 4K Laptops