আজকের রাশিফলঃ আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মীন রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ: ২১ মার্চ – ২০ এপ্রিল

যে কোন ধরনের ব্যবসায়ী যোগাযোগে অগ্রগতির লক্ষণ রয়েছে। বিদেশী কোন বন্ধু আজ আপনার সাহায্যে এগিয়ে আসতে পারে। প্রেমিকদের জন্য দিনটি শুভ। কারো কারো ক্ষেত্রে তা বিয়েতে রূপান্তরিত হতে পারে। পরিবারের সবাইকে নিয়ে আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারেন।

বৃষ: ২১ এপ্রিল – ২০ মে

কর্মস্থলে প্রভাবশালী সে ঊর্ধ্বতন হোক বা অধস্তন হোন তাদের সঙ্গে পুরানো বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টায় সুফল পেতে পারেন। প্রেম ও রোমান্সের ব্যাপারে অন্য কাউকে নাক গলাতে দেবেন না। প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

মিথুন: ২১ মে – ২০ জুন

দিনের শুরুতেই পারিবারিক জটলতাগুলো সেরে ফেলার চেষ্টা করলে সফল হতে পারেন। পুরানো পাওনা আদায়ে প্রতিবেশীর সহায়তাকে কাজে লাগাতে পারেন। অসুস্থদের আজ সুস্থ হবার সম্ভাবনা রয়েছে। দূরের যাত্রায় কিছু না খাওয়াই ভালো।

কর্কট: ২১ জুন – ২১ জুলাই

অংশীদারি কাজে কারো সঙ্গে বিরোধে না জড়ানোর চেষ্টা অব্যাহত রাখুন। এজমালি সম্পত্তি-জনিত সমস্যার সমাধানে অধস্তন কারো সহায়তা কাজে লাগতে পারে। প্রাপ্তি যোগ আজ শুভ। নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন।

সিংহ: ২২ জুলাই – ২১ আগস্ট

বয়স্কদের সঙ্গে আলোচনা করে নতুন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিলে ভালো করবেন। তবে আবেগ প্রবণ হয়ে লেনদেন করা একদম ঠিক হবে না। দূরের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা আপনার বিদেশ যাত্রার ব্যাপারে ইতিবাচক ফল লাভ করতে পারেন। যাত্রা শুভ।

কন্যা: ২২ আগস্ট – ২১ সেপ্টেম্বর

মানসিক অস্থিরতা নিরসনে দূরের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করুন। আর্থিক যোগাযোগ কল্যাণ বয়ে আনতে পারে। কাউকে আজ হঠাৎ করে কোনো প্রকার প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। বিনোদন ও সাংস্কৃতিক যোগাযোগ শুভ।

তুলা: ২২ সেপ্টেম্বর – ২২ অক্টোবর

শিক্ষক ও চিকিৎসকদের জন্য দিনটি আজ ব্যস্ততার দিন। কাজের ফাঁকে ফাঁকে আজ কিছুটা সময় ধর্মীয় কাজে মনোযোগ দিন। আর্থিক বিষয়ে নতুন করে কোনো প্রকার লেনদেন করার পূর্বে ঘনিষ্ঠ কারো পরামর্শ নেয়ার প্রয়োজন রয়েছে। যাত্রা পথে বেশি খাবেন না।

বৃশ্চিক: ২৩ অক্টোবর – ২১ নভেম্বর

আজ কর্মস্থলে আপনার পদস্থ কেউ আপনাকে নতুন কোন দায়িত্ব দিতে পারে। কোনো ক্রমেই পদস্থদের সঙ্গে মতবিরোধে যাবেন না। জরুরি কোনো কাজ থাকলে দুপুরের বিশ্রাম না নিয়ে তা সমাধানের জন্য তৎপর হোন। তা হলে প্রতিদ্বন্দ্বীকে সামলানো সম্ভব হবে।

ধনু: ২২ নভেম্বর – ২০ ডিসেম্বর

দিনটি আজ আপনার জন্য উল্লেখযোগ্য হয়ে থাকবে। অনেকদিনের পুরানো কোনো প্রিয়জনের সঙ্গে আজ আপনার সম্পর্কটা আবার পুনরুজ্জীবীত হতে পারে, যা পরবর্তীতে চলমান থাকবে। কাউকে ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন। যাত্রা শুভ নয়।

মকর: ২১ ডিসেম্বর – ১৯ জানুয়ারি

সকালে ঘুম থেকে ওঠার পর সারাদিনে আর বিশ্রাম নেয়া ঠিক হবে না। পরিবারের যেসব কাজ করা জরুরি সেসব কাজ যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করুন। প্রিয়জনের সঙ্গে অপরাহ্ণের পর সময়টা ভালো কাটবে।কর্মস্থলে আজ নতুন কোন সিদ্ধান্ত নেবেন না।

কুম্ভ: ২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি

ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের আগে আর্থিক বিষয়ে খোঁজ খবর নিন এবং নতুন কারো সঙ্গে সব খুলে বলা ঠিক হবে না। চুপ চাপ নিজের কাজ করে যান, এতে করে সহজেই সুফল পাবেন। বিশ্বস্ত কারো ওপর নির্ভর করে দূরে কোথাও যাবেন না। বিশ্রাম শুভ।

মীন: ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ

প্রিয়জন বিশেষ করে মা বাবা বা নানা নানীর স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে ভুল করবেন না। ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মালামাল পরিবহনে সতর্কতা অবলম্বন করুন। প্রাপ্তি যোগ শুভ। বিয়ের্ আলোচনায় কৌশলী হতে হবে। রোমান্স শুভ।