পুরুষেরা সাবধান! এই ৫ কাজেই বিষিয়ে যান মহিলাদের মন, ভালোবেসেও পিছিয়ে আসেন

Toxic Partner Signs: পুরুষের ৫ কাজে মহিলাদের মন কিন্তু খুব বিষিয়ে যায়। তাঁরা পছন্দ করলেও কিন্তু খারাপ ব্যবহার পেলে বা এই ৫ লক্ষণ দেখলে পিছিয়ে আসেন। আপনিও সেই ভুল করছেন না তো?

Emotionally Unavailable Partner Signs: ভালোবাসা বা প্রেমের সম্পর্ক সত্য়িই খুব সুন্দর। একে অপরের প্রতি ভালো লাগা একদিন ভালোবাসায় পরিণত হয়। সম্পর্ক তৈরি হয়। ভালো লাগা থেকে সম্পর্ক গড়া, একটি ছোট্ট সময়। কিন্তু এই সময়টুুকু যে কোনও যুগলের জন্য খুব গুরুত্বপূর্ণ।

এই সময়ে কোনও না কোনও ভুল করলে সম্পর্ক তৈরি হওয়ার আগেই ভেঙে যেতে পারে। মহিলারা অনেক সময়েই এই অভিযোগ করে থাকেন যে, পুরুষের মধ্য়ে যে গুণ থেকে তাঁরা প্রেমে পড়েন, সময়ের সঙ্গে সঙ্গে সেসব আর কিছুই থাকে না।

প্রেমিকা হওয়ার পরে সেই একই মানুষকে অতটা গুরুত্ব তো দেনই না ছেলেরা, উলটে কেউ কেউ নাকি অত্যন্ত খারাপ ব্যবহারও করে থাকেন। মহিলাদের একাংশের এই অভিযোগ। মন দেওয়ার পরেও যদি পছন্দের পুরুষের মধ্য়ে কোনও খারাপ অভ্যাস মহিলারা লক্ষ্য করেন, তবে সঙ্গে সঙ্গে পিছিয়ে আসেন। সেই পুরুষের সঙ্গে সম্পর্ক গড়া তো দূর, মুখও দেখতে চান না।

আপনারও কি প্রেমের কুঁড়ি সবে ফুটছে? তবে জেনে নিন, পুরুষের কোন ৫ কাজ মহিলাদের মন বিষিয়ে দিতে পারে?

গুরুত্ব না দেওয়া
ভালো লাগার শুরুর দিনগুলোতে নিশ্চয়ই আপনি পছন্দের মহিলার সঙ্গে অনেক কথা বলতেন? কিংবা বারবার কথা বলার চেষ্টা করতেন? সময় পেলেই মেসেজ পাঠাতেন এবং ফোনেও কথা বলতেন? ছোট ছোট বিষয়েও খোঁজ নিতেন?

এরপর যখন সঠিক রিপ্লাই পেতে শুরু করলেন, তখনই কি বান্ধবীকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ নিতে শুরু করলেন? ইচ্ছে হলে মেসেজ করলেন, নাহলে করলেন না! কিংবা সারাদিনে ফোনের অপেক্ষায় বসিয়ে রাখলেন তাঁকে? মহিলারা কিন্তু এই কাজটি মোটেই পছন্দ করেন না। কিছুদিন একই জিনিস দেখলে পিছিয়ে আসতে শুরু করেন।

অনুভূতিকে অসম্মান করা

আমাদের প্রত্যেকেরই ভাবনা আলাদা আলাদা। আমাদের প্রত্যেকের চিন্তা আলাদা। একই বিষয়কে আলাদা নজরে দেখতে পারি প্রত্যেকেই। তাই আপনার বান্ধবী যেভাবে অনুভূতি প্রকাশ করেন, দিনের পর দিন সেই অনুভূতিকে যদি অসম্মান করেই চলেন, গুরুত্ব না দেন, তবে কি তিনি আপনার সঙ্গে থাকবে?

সম্পর্ক গড়ার কথা ভাববেন? আপনার কী মনে হয়? তাই এই ভুল সময় থাকতে শুধরে নিন।

অতিরিক্ত অধিকার বোধ

অনেক পুরুষই পছন্দের মানুষের মন পাওয়ার পর তাঁকে ‘নিজের সম্পত্তি’ বলে মনে করতে শুরু করেন বলে অভিযোগ মহিলাদের একাংশের। বিশেষজ্ঞরাও পুরুষদের এই অভ্যাসকে সম্পর্কের জন্য অত্যন্ত খারাপ বলে চিহ্নিত করেছেন বারবার।

এর জন্য বান্ধবীর প্রতি অতিরিক্ত অধিকার বোধ দেখাতে শুরু করেন। তাঁকে দুটো খারাপ কথা বলার আগেও দুবার ভাবেন না সেসব পুরুষ। এমনকী খারাপ কথা বলার পরে কোনও অনুতাপও থাকে না তাঁদের। মানুষ হিসেবে বান্ধবীকে সম্মান না করতে পারলে কিন্তু কোনও মহিলাই আপনার সঙ্গে থাকতে চাইবেন না। সময় থাকতেই শুধরে নিন নিজেকে।

রূঢ় ব্যবহার
অনেক মহিলার অভিযোগ, পছন্দের পুরুষ তাঁদের সঙ্গে রূঢ় ব্যবহার করার আগে দুবার ভাবেন না! এমনকী রূঢ় শব্দ প্রয়োগ করার সময় কোনও হুঁশও থাকে না।

মতের বিরুদ্ধ কোনও কথা বললেই নাকি রূঢ় ভাষায় কথা বলে থাকেন অনেক ছেলেই। এই কাজটি দেখলে কিন্তু মহিলারা চুপচাপ সেই ছেলের থেকে সরে আসেন। দুই বার আর সেই মানুষটির মুখ দেখেন না।

আবেগ বলে কিছু নেই
‘Emotionally Unavailable’ সঙ্গী কোনও মহিলাই চান না। ভালো লাগার প্রথম দিকে এই ধরনের মানুষ নিজের স্বরূপ প্রকাশ করেন না ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্বমহিমায় ফিরে আসেন তাঁরা। কী করে থাকেন?

ভালোবাসার কথা বলেন না।

দায়িত্ব নেন না।

‘সম্পর্ক’ শব্দ শুনলেই দশ পা পিছিয়ে যান।

আপনার দুঃখের কথা শুনতে চান না।

আপনার অনুভূতির কোনও দাম তাঁর কাছে নেই।

সম্পর্কের থেকে কী চান তাঁরা, এটা তাঁদের কাছেই স্পষ্ট নয়।

আপনি কেমন আছেন? কখনও জানতে চান না।

মহিলারা কিন্তু এই প্রত্যেকটি লক্ষণই লক্ষ্য রাখেন। তাই পছন্দের পুরুষের মধ্য়ে এরকম কোনও লক্ষণ দেখলেই পিছিয়ে আসেন তাঁরা।