What Men Secretly Desire From Their Wife: পুরুষ মনে ইচ্ছের শেষ নেই। এই মানুষগুলির মনের কথা জানতে হবে। তবেই সংসার সুখের হবে। জানা যাক পুরুষেরা গোপনে স্ত্রীর কাছে কী আশা করে থাকেন।
মানুষের মনের নানা আঙ্গিক থাকে। কিছু ক্ষেত্রে তা প্রকাশ পায়। আবার কিছু সময় তা থেকে যায় অন্তরালে। যেমন পুরুষ মানুষ তাঁর নিজের স্ত্রীর কাছ থেকে অনেক কিছু চান। তবে তা মুখ ফুটে বলে উঠতে পারেন না।
সকলের জীবনেই কিছু না কিছু পাওয়ার আশা থাকে। সেই আশার উপর ভর করেই আমরা বেঁচে থাকি। তবে কিছু চাহিদা মুখ ফুটে বলতে পারলেও, কিছু রয়ে যায় গোপন। আর সম্পর্ক যত গভীর হয়, ততই বলতে খারাপ লাগে নিজের সাধারণ ইচ্ছে। আশা করা হয়, সামনের মানুষটি আপনা থেকেই বুঝে যাবেন।
বিশেষজ্ঞরা বলে থাকেন, পুরুষরা সাধারণত নিজেদের স্বনির্ভর দেখাতে চান। তাঁরা সবকিছু নিজের থেকেই করে ফেলার ভান করেন। কারও সামনে নত হতে চান না। তাই নিজের কিছু চাহিদা থাকলেও তাঁরা বলেন না। আর মনের কথা না বললে অন্য মানুষগুলি বুঝতে পারবেন কী ভাবে? ফলে এই আশা বেশিরভাগ সময় অপূর্ণ রয়ে যায়।
বাড়ির নারীদের উদ্দেশে বলছি, আপনারা যদি স্বামীর মনের খবর পেতে চান, তবে অবশ্যই এই লেখাটা পড়ুন। কারণ স্বামী গোপনে এই জিনিসগুলি আপনার কাছ থেকে আশা করেন। আসুন জানা যাক সেই বিষয়গুলি সম্পর্কে।
১. স্ত্রী বেশি করে ভালোবাসার কথা বলুক
আমাদের প্রতিটি মানুষের জীবনেই কিছু কিছু ঝামেলা চলতেই থাকে। এই সময়ে কাউকে পাশে পাওয়া খুবই জরুরি। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে স্ত্রীর কাছ থেকে ভালোবাসার কথা শুনতে চান পুরুষ। যদিও তা মুখ ফুটে তাঁরা বলতে পারেন না। তাই স্বামীকে বারবার আই লাভ ইউ বলাটা শিখতে হবে। এটা তাঁর মনের সুপ্ত ইচ্ছে। দিনে অন্তত দুই-তিনবার বলুন।
২. নজর রাখা
স্ত্রীরা সবদিক নিয়ে ব্যস্ত। এখন তো তাঁরা অফিস ও ঘর একসঙ্গে সামলান। তবে এরপরও তাঁর একটি দায়িত্ব রয়ে যায়। পুরুষরা চান, স্ত্রী তাঁর দিকেও যেন নজর দেন। তাঁরা এভাবেই ভাবতে ভালোবাসেন। তাই এই বিষয়টির দিকে অবশ্যই নজর রাখতে হবে আপনাকে। তবেই সম্পর্ক হবে জমে ক্ষীর। এই পদ্ধতি আজ থেকেই অনুসরণ করুন।
৩. ভালো কথা বলা
জীবনে এত জটিলতা। তারমধ্যে যদি একটু প্রশংসা পাওয়া যায়, তবে তো সকলেরই ভালো লাগবে। তাই স্ত্রীর মুখ থেকে প্রশংসা শুনতে তাঁরা পছন্দ করেন। এভাবেই তাঁদের মন ভালো থাকে। তাই পুরুষের মন পেতে গেলে মাঝে মাঝেই প্রশংসা করে ফেলুন। আশা করছি তাঁরা আপনাকে আগলে রাখবেন। সব মন খারাপ হয়ে যাবে দূর।
৪. ভরসা করি বলা
প্রতিটি স্বামী স্ত্রীর কাছে ভরসা যোগ্য হয়ে উঠতে চান। তাঁর মানুষটির সবদিক খেয়াল রাখতে চান। কিন্তু খেয়াল রাখার পর আশা করেন স্ত্রী সেই বিষয়টি নিয়ে কথা বলবেন। স্ত্রী মুখ ফুটে জানাবেন যে তুমি আমার খেয়াল রাখো। তোমার সঙ্গে থাকলে ভরসা পাই। এভাবেই পুরুষ মন নিজের জন্য গর্ব খুঁজে নেয়। মেল ইগো বল পায়। তাই এই কাজটা করতেই পারেন।
৫. নিজের মনের কথা বলতে হবে
মহিলারা এখনও নিজের মনে বহু বিষয় লুকিয়ে রাখেন। যদিও এই কাজটা করলে চলবে না। কারণ পুরুষ মানুষ এই কাজটা একবারেই পছন্দ করেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। নিজের মনের কথা সরাসরি স্বামীকে বলতে হবে। স্ত্রী মনের কথা বললেই স্বামীর মন ঠিক থাকে। দেখবেন সম্পর্ক সুস্থভাবে এগিয়ে যাচ্ছে।
বিদ্র: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।