ডিপকাট ব্লাউজ-লাল শিফনে তাক লাগালেন জাহ্নবী কাপুর, দেখুন গ্যালারী

জাহ্নবী কাপুর সেসব সুন্দরীর মধ্য়ে একজন, যাঁরা কখনও তাঁদের স্টাইলিং এবং ফ্যাশনের সঙ্গে সমঝোতা করেন না। তিনি এমন পোশাক ক্যারি করেন, যা শুধুই তাঁর সৌন্দর্যকে হাইলাইট করে না, এমনকী তাঁকে দেখতেও খুব ভালো লাগে। তাই কোনও পার্টি হোক, অ্যাওয়ার্ড নাইট কিংবা বিবাহ অনুষ্ঠান হোক, জাহ্নবী কাপুর সব সময় লাইমলাইট কাড়েন চুটকিতেই।

একইসময়ে তাঁর অসাধারণ স্টাইলিং সেন্স সবাইকে মুগ্ধ করেন। শুধুমাত্র ওয়েস্টার্ন পোশাকেই নয়, তাঁর ট্যাডিশনাল অবতার দেখেও প্রশংসা করেন সবাই। শাড়িতেও জাহ্নবী কাপুরকে খুব সুন্দর দেখায়, লহেঙ্গা-চোলি সেটেও তাঁকে দেখে বারবার মুগ্ধ হতেই হয়। আজ সেরকম দুই লুক নিয়েই আলোচনা করব আমরা। (ছবি- ইনস্টাগ্রাম @janhvikapoor)

হালকা ওজনের এই লহেঙ্গা সেটটি ছিল অসাধারণ। যার উপর অপূর্ব প্রিন্ট করা হয়েছিল। আপনার বন্ধুর হলদি-মেহেন্দি অনুষ্ঠানে পরার জন্যে আপনি চাইলেই সহজে এই ধরনের লহেঙ্গা সেট বেছে নিতে পারেন। এই ধরনের লহেঙ্গা বিবাহ অনুষ্ঠানে সকালে পরার জন্যে একদম উপযুক্ত। ফ্লোরাল প্রিন্টও হতে পারে। নাহলে জিওমেট্রিকাল মাল্টিকালার প্রিন্টও দেখতে পারেন এর উপরে। যাতে দুর্দান্ত দেখাবে আপনাকে। এই ধরনের লহেঙ্গা-চোলি সেটে জাহ্নবী কাপুরকে খুব সুন্দর দেখাচ্ছে। ফটোশ্যুটের প্রতিটি পোজে নিজের সৌন্দর্য ফ্লন্ট করেছেন তিনি।

দুর্দান্ত দেখাচ্ছিল জাহ্নবীকে

এটি একটি টু পিস কো-অর্ড সেট। যাতে ক্রপড টপ এবং স্কার্ট যোগ করা হয়েছে। একই প্রিন্ট এবং প্যাটার্ন ফলো করা হয়েছে এই লহেঙ্গায়। এই আউটফিটে অসাধারণ দেখাচ্ছে জাহ্নবী কাপুরকে। কো-অর্ডে নিজের সৌন্দর্য প্রকাশে কোনও ত্রুটি রাখেননি তিনি। বরাবরের মতোই এবারও এমন পোশাক বেছে নিয়েছেন যা শুধু তাঁর সৌন্দর্যকে কমপ্লিমেন্ট দেয়নি, পাশাপাশি তাঁর ফিগারকেও কমপ্লিেন্ট দিয়েছে। এই চোলিতে হাইলাইট হয়েছে জাহ্নবীর টোনড মিডরিফও। খুবই সুন্দর লাগছে এই লেহেঙ্গায়।

নজর কেড়েছিল প্রিন্ট ডিটেলিং

সিল্কের এই লহেঙ্গায় নানা রঙের অ্যাবস্ট্রাক্ট প্যাটার্নের প্রিন্ট করা হয়েছিল। চোলিতে দেওয়া হয়েছিল হল্টার নেকলাইন। নুডল স্ট্র্যাপ স্লিভে জাহ্নবীর সৌন্দর্য সবার নজর টানবেই। এই ডিপ কাট চোলিতে অভিনেত্রীর বোল্ড লুক দেখে সবার তাক লাগে। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন।

এর সঙ্গে একই অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের ঘের দেওয়া লহেঙ্গা পরেছিলেন তিনি। যা জাহ্নবী কাপুরের বোল্ড লুককে হাইলাইট করেছিল। দেখে মুগ্ধ হয়েছিলেন সবাই। এই লুকটি সম্পূর্ণ করতে চুল খোলা রেখেছিলেন অভিনেত্রী। নিউট্রাল মেকআপও নিয়েছিলেন। ফাঙ্কি নেকলেস ক্যারি করেছিলেন। যা অভিনেত্রীর লুককে কমপ্লিমেন্ট দিয়েছিল।

শাড়িতেও দারুণ দেখাচ্ছিল জাহ্নবীকে

তবে শুধুই লহেঙ্গায় নয়, শাড়িতেও অপরূপা জাহ্নবী কাপুর। তাঁর একাধিক লুকে সেই বিষয়টিও বারবার স্পষ্ট হয়েছে। শাড়ি পরে তিনি যখনই প্রকাশ্যে এসেছেন, তাঁর মা শ্রীদেবীর কথা মনে পড়েছে অনেকের। তাঁদের মধ্য়ে মিলও খুঁজে পেয়েছেন অনেকেই। এই কথা সত্য়িই যে, শ্রীদেবীর সঙ্গে অনেক সাদৃশ্য়ই পান তাঁর অনুরাগীরা। যাই হোক, এই লুকটির জন্য জাহ্নবী কাপুর লাল রঙের একটি শিফন শাড়ি পরেছিলেন। এই শাড়ি পরে চমৎকার দেখাচ্ছিল তাঁকে। এই শাড়িটি তাঁর লুকে দিয়েছিল একটি হট টাচ।

কে ছিলেন বিখ্যাত ডিজাইনার?

বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনিশ মলহোত্রার সংগ্রহ থেকে এই শাড়িটি বেছে নিয়েছিলেন জাহ্নবী কাপুর। এই শাড়ির পাড়ে সুন্দর ডিটেলিং দেওয়া হয়েছিল। এর সঙ্গে একই রেড টোনের একটি ব্লাউজও বেছে নিয়েছিলেন তিনি।

ব্লাউজে সিকুইন কারুকার্য করা হয়েছিল। ফুটিয়ে তোলা হয়েছিল ফ্লোরাল মোটিফ। ব্যাকলেস ব্লাউজে স্ট্র্যাপ স্লিভ দেওয়া হয়েছিল। এদিকে এর ডিপ প্লাঙ্গিং নেকলাইন দেখে চোখ আটকেছিল সবার। ‘মিলি’

ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টে এই শাড়িটি পরে এসেছিলেন তিনি। চুল খোলাই রেখেছিলেন। মিডল পার্টিশন করেছিলেন। খুব স্বল্প মেকআপে নিজের এই লুকটি সম্পূর্ণ করেছিলেন জাহ্নবী।