আজকের রাশিফলঃ আজ ০৮ জানুয়ারি ২০২৩, রবিবার

আজ ০৮ জানুয়ারি, রবিবার। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন। তবে মনে রাখবেন জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই-

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ আর্থিক লেনদেন নিরবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে। যদিও, দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমানে অর্থ সঞ্চয় করতে অক্ষম হবেন। কোনো দীর্ঘ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা থাকলে শরীরের যত্ন নিন। সন্তানদের সঙ্গে আজ কিছুটা সময় কাটান। আজ আপনি এমন কোনো রেস্তোঁরায় যেতে পারেন যেখানে বিদেশি খাবার পরিবেশন করা হয়। অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আজকে করা কোনো বিনিয়োগ আপনাকে আর্থিকভাবে লাভবান করে তুলবে। সন্তানের কোনো কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে। অযথা সময় নষ্ট করবেন না। মন ভালো রাখতে কোনো বই পড়ুন। আপনার অবসর সময়ে আজ অফিসের কোনো কাজ চলে আসতে পারে। দীর্ঘদিন পর এই দিনটি আপনার মন্দ কাটবে না। ভালোবাসার মানুষটির সাথে সংযত হয়ে কথা বলুন।

মিথুন (২২ মে – ২১ জুন)
আজকে আপনার মন একদম শান্ত থাকবে। যেটার সুবিধা আপনি সারাটা দিন জুড়ে পাবেন। বাড়ির বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ আপনার ভদ্র ব্যবহার সর্বত্র প্রশংসা পাবে। পাশাপাশি, আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে। তবে, আপনার কোনো দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে বিরক্ত করতে পারে। শুধু তাই নয়, ওই কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয়ও করতে হতে পারে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কোনো আকষ্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আজ আপনাকে বিভ্রান্ত করতে পারে। আপনার মনোমুগ্ধকর আচরণ আজ সবাইকে আকৃষ্ট করবে। ব্যবসায়ীদের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আর্থিক লেনদেন নিরবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে। পাশাপাশি, দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমানে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। কোনো নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে এটি ভালো দিন।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজগুলো করতে পছন্দ করবেন যেগুলো ছোটবেলায় করতে আপনি ভালোবাসতেন। ব্যাংকিং কারবার আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। আজ, আপনি আপনার অর্ধাঙ্গীনির সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। আপনার ঝগড়ুটে ব্যবহারের জন্য শত্রুর তালিকা বৃদ্ধি পেতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে আপনার কোনো বিবাদ হতে পারে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখার জন্য আজ আপনাকে আর্থিক দিক সম্পর্কে আরও সচেতন হতে হবে। শারীরিক ভাবে সুস্থ থাকতে আজ উচ্চ ক্যালোরির খাওয়ার এড়িয়ে চলুন। পাশাপাশি, শরীরচর্চার জন্য কিছুটা সময় ব্যয় করুন। স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। পরিবারে নতুন সদস্যের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ কোনো স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। ঢাকা দেওয়া নেই এমন খাওয়ার আজ খাবেন না। আজ ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করুন। আজকে আপনি পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে কোনো পার্কে বা শপিং মলে যেতে পারেন। মানসিক চাপ বৃদ্ধি পাবে এমন কাজ করা থেকে বিরত থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার কোনো খারাপ অভ্যাস আজ আপনাকে বিপদে ফেলতে পারে। মানসিক শান্তি বজায় রাখার জন্য অবশ্যই ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আজ আপনার নজর রাখা উচিত। অন্যথায় আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে পারেন। নিজের লক্ষ্যপূরণের জন্য সঠিক পরিশ্রম করুন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোনো শিক্ষামূলক ভ্রমণ আপনার সচেতনতাকে আরো বাড়িয়ে তুলবে। যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন সেক্ষেত্রে আপনার অত্যন্ত ক্লান্তি বোধ হবে। তাই, অবশ্যই বিশ্রাম নিন। প্রেমিকার ব্যাপারে কোনো ভুল ধারণা মনে আনবেন না। পুরোনো কোনো সমস্যা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলেও দিনের শেষে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা-মায়ের কাছ থেকে আজ অর্থ সঞ্চয় সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করুন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজকে নিজের জন্য সময় বার করে আপনি জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। যদিও, সেই সময়ে আপনাদের মধ্যে কোনো বিরোধের সম্ভাবনা রয়েছে। আজ আপনার আর্থিক দিকটি শক্তিশালী থাকলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি সঠিক দেখভাল প্রয়োজন। যারা তাদের ভালোবাসার মানুষটির থেকে দূরে থাকেন তারা আজ একে অপরকে গভীরভাবে মিস করতে পারেন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। পাশাপাশি, সেই সময়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। আজ ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করুন। জমি বা সম্পত্তি সংক্রান্ত সমস্যাগুলোর উপরে নজর দিন। ছোটো ব্যবসায়িক সংস্থাগুলো তাদের কর্মচারীদের জন্য আজ একটি পার্টির আয়োজন করতে পারে। প্রেমের জন্য দিনটি ভালো। আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন কাটাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অযথা অতিরিক্ত ব্যয় না করে আজ থেকেই সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করুন। আজ আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। একে অপরকে ভালো করে জানতে এবং বুঝতে আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন। বাড়ির কোনো কাজ আজ উপেক্ষা করলে সমস্যায় পড়তে পারেন। বিবাহিতদের জন্য দিনটি ভালো।