



আজ ২ জানুয়ারি, সোমবার। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস। তবে জ্যোতিষ যাই বলুক মনে রাখবেন আপনার ভাগ্যের নিয়ন্ত্রক আপনি নিজেই!




মেষ রাশি: ২১ মার্চ-২০ এপ্রিল
পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। দরকারের কাজগুলো দ্রুত করে ফেলুন। অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না। কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে।




বৃষ: ২১ এপ্রিল-২০ মে
সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনো কূট ব্যক্তির জন্য ক্ষতি।




মিথুন: ২১ মে-২০ জুন
সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা। শারীরিক রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সংসার অনেক দিন বাদে মনের মতো লাগবে। লেখাপড়ায় সন্তানের আগ্রহ থাকবে।
কর্কট: ২১ জুন-২১ জুলাই
নিজের বুদ্ধিতে শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের জন্য আলোচনা।




সিংহ: ২২ জুলাই-২১ আগস্ট
স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অপর লোক নিতে পারে। চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা। দূরে কোথাও ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।




কন্যা: ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
মাতৃস্থানীয়া কারও খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থ হতে পারেন। বাড়তি কোনো কাজের জন্য সময় নষ্ট।
তুলা: ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
সন্তানের কাজের ব্যাপারে অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে।




বৃশ্চিক: ২৩ অক্টোবর-২১ নভেম্বর
সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে।




ধনু: ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভালো লাভ আশা করা যায়। অন্য ব্যবসা মনের মতো হবে না।
মকর: ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার-জাতীয় রোগে ভোগান্তি। প্রেমের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।




কুম্ভ: ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারেন। কোনো নারীর জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। ব্যবসার ক্ষেত্র ভালো। বিদেশে বাসরত কোনো বন্ধুর সঙ্গে কথা হতে পারে।
মীন: ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
বৃথাভ্রমণ হতে পারে। আলস্যের জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। অর্থভাগ্য ভালো।



