আজকের রাশিফলঃ আজ ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার

আজ ১৭ ডিসেম্বর, শনিবার। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস। তবে জ্যোতিষ যাই বলুক মনে রাখবেন আপনার ভাগ্যের নিয়ন্ত্রক আপনি নিজেই!

মেষ রাশি: ২১ মার্চ-২০ এপ্রিল

স্ত্রীর বিষয়ে সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাধতে পারে। বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে। হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে।

বৃষ: ২১ এপ্রিল-২০ মে

উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতন স্তরের বিদ্যায় অগ্রগতি। বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে। অনেক দিনের পরে থাকা রোগ ফেলে না রাখাই ভালো।

মিথুন: ২১ মে-২০ জুন

সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর ছলনার স্বীকার হতে পারেন।

কর্কট: ২১ জুন-২১ জুলাই

কর্মক্ষেত্রে ভাগ্য আপনার খুব সঙ্গ দেবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো। আপনার থেকে ছোট কারও উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি।

সিংহ: ২২ জুলাই-২১ আগস্ট

দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি। পরিবার নিয়ে ভ্রমণ। দুপুরের পরে ভালো কাজ ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য থাকলে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি হতে পারে।

কন্যা: ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

কিছুর জন্য সারা দিন ভয় কাজ করবে। সন্তানদের থেকে কিছু উপকার পাবেন। সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে। পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে।

তুলা: ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। শুভ কিছু করার কথা ভাবতে পারে। প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। হটকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভালো।

বৃশ্চিক: ২৩ অক্টোবর-২১ নভেম্বর

বিশেষ কাজের জন্য দূরে যেতে হতে পারে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি। শরীরের ওপর খুব হায়রানি হতে পারে। সংসারে সব কিছু শান্তি থাকবে।

ধনু: ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

ঝামেলা বাধলে আয়ত্বে আনা মুশকিল হবে। গন্ধ জাতীয় দ্রব্য ব্যবসায়ীদের জন্য ভালো সময়। কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে। ফাটকা ব্যাপারে ক্ষতি।

মকর: ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

ভাই সম্পর্কের কারও থেকে উপকার পেতে পারে। শত্রুপক্ষ আপনার কাছে দমে থাকবে। কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীর সঙ্গে আলোচনা করুন।

কুম্ভ: ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

গাড়িচালকদের জন্য দিনটি ভালো। সন্তানের চাকরির জন্য কারও সঙ্গে আলোচনা হতে পারে। উত্তেজনা জাতীয় কাজ থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতি যোগ।

মীন: ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

মাতৃস্থানীয়া কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে। বাড়তি কোনো কাজের জন্য সময় নষ্ট।